লেখক: কনক বিশ্বাস
সুজলা সুফলা শস্য শ্যামলা
আমাদের এই বাংলাদেশের মাটি
সব ঋতুতে কৃষি কাজে হয়ে উঠে উর্বরা
আমাদের এই ধরিত্রী।
এদেশের কৃষক ,জগত জুড়ে পাবে নাকো
এমন মাটির মতোন মানুষ
সারা দিন মাঠে কাজ করে
ক্লান্তি হীন হাসি মুখে।
পৌষ মাস শীতের ঋতু
কুয়াশা দিয়ে সকাল শুরু
হাড় কাঁপুনি শীতের মাঝে
খেজুর রস আর মুড়ি খেতে
বড়ই সুস্বাদু।
ঘরে আসে নতুন ফসল
কৃষাণীর মুখে খুশির ঝিলিক
নবান্ন আর পিঠে পুলি তৈরি করার
আনন্দে পড়ে হিড়িক।
খেজুর রসের পাটালি গুর
সাথে রসের পায়েস
শীতের সবার মজার খাবার
খাবে করে আয়েশ।
মাঠ ভরা সর্ষে ফুলের হলুদ বরন রূপে
মধুলোভে মৌমাছিরা ফুলে ফুলে নাচে
মাচা ভরা শাক সবজি, পুকুর ভরা মাছ
এই তো মোদের ঐতিহ্য সুখেরই আবাস।
প্রতিটা ঋতুই না না ভাবে এদেশে আসে
কিছু আসে সুখ নিয়ে কিছু বা অসুখে
ভালো আর মন্দ নিয়ে এমন ই জীবন
সুখে দুখে আনন্দে এভাবেই সবাই সবার আপন।
এ মাটিতে জন্ম নিয়ে গর্বে ভরে বুক
এ মাটিতে মিশে যেতে চাই নিয়ে বুক ভরা সুখ।