বরগুনা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, বাধা দিতে গেলে হিন্দু মহিলাদের উপর শারীরিক নির্যাতন এবং হাতের শাঁখা পলা ভাঙচুর…..
বরগুনা পৌরসভার অন্তর্ভুক্ত ৩ নং ওয়ার্ডের স্টেডিয়াম সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা চালিয়েছে কাউন্সিলর পদপ্রার্থী আল আমিন তালুকদারের ক্যাডার বাহিনী। আজ বেলা সাড়ে এগারোটার দিকে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। এসময় এলাকার মহিলাদের পর্যন্ত এলোপাতাড়ি মারধর করা হয়েছে, বাধা দিতে গেলে তাদের শাঁখা পলাও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মারধর এবং হামলার ঘটনায় ৪ জন হিন্দু নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।