দুই বাংলার জনপ্রিয় চিত্র নির্মাতা স্বপন সাহা অভিনীত প্রথম ছবি ‘গোলমাল আনলিমিটেড’ কলকাতায় মুক্তি পেতে চলেছে। জানালেন পরিচালক তাপস দত্ত। প্রায় একশো ছবির পরিচালক, স্বপন সাহা এই প্রথম ছবিতে অভিনয় করলেন। ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অনেকেরই বিশেষ কৌতুহল রয়েছে এই ছবিটা ঘিরে। স্বপন বাবু বললেন, ‘তাপস আমার অনেক পছন্দের একজন মানুষ। আমার ভাইয়ের মত। আমাকে অভিনয়ের কথা বলতে না বলতে পারিনি। তাপসের লেখা গল্প চিত্রনাট্য-ও অনেক ভালো লেগেছে আমার। আশা করি, দর্শকদের ‘গোলমাল আনলিমিটেড’ ছবিটা ভালো লাগবে’। স্বপন সাহা কে অভিনেতা হিসেবে পেয়ে তাপস দত্ত অনেক খুশি বোঝা গেল। এখানে স্বপন সাহা স্ব-নামে অভিনয় করেছেন এবং নিজের ডাবিং নিজেই করেছেন।
পলাশ গ্রামের ছেলে। সিনেমার হিরো হতে চায়। দু চোখে অনেক স্বপ্ন। কিন্তু স্বপ্ন পূরণের ঠিক-ঠিকানা জানে না সে। তাই কলকাতায় স্টুডিও পাড়ায় এসে নানা ভাবে বিভ্রান্ত হয়। শেষ পর্যন্ত পলাশ কি সাফল্য পায়? নাকি ব্যর্থ হয়ে গ্রামে ফিরে যায়? এর মাঝে আবার রয়েছে প্রেমের আনলিমিটেড টানাপোড়েন!
‘গোলমাল আনলিমিটেড’ ছবির গল্প চিত্রনাট্য গীতরচনা সঙ্গীত ও পরিচালনায় তাপস দত্ত। চিত্রগ্রহনে উজ্জ্বল ভট্টাচার্য। সম্পাদনা এম সুস্মিতের। ডান্স কোরিওগ্রাফার বিপুজন। প্রযোজনা নিয়ন্ত্রণে বিকাশ সরকার। অভিনয়ে : রাজ ভৌমিক, পায়েল সরকার, মৈত্রেয়ী বর্মন, স্বান্তনা বসু, ক্যান্ডি দাস, স্বপন সাহা এবং আরো অনেকে। গানের শিল্পী : রুদ্র মজুমদার, দীপান্বীতা গোস্বামী, তনুশ্রী দাস, দিব্যা রায়, ও ‘টুনির মা’ খ্যাত প্রমিত কুমার। গানের শ্যুটিং হয়েছে কলকাতা ও ঝাড়খণ্ডের পাহাড়ী লোকেশনে।
তাপস দত্ত এরপর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘বঙ্গবন্ধু আজও ভুলিনি তোমায়’ ও আরও একটা ফিচার ফিল্মের শ্যুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন। বাংলাদেশেরও একটা ছবি করার কথা হয়েছে, তাপস দত্ত জানান। ‘গোলমাল আনলিমিটেড’ তাপস দত্তের পরিচালনায় সিক্সথ ফিচার ছবি। আমাদের পত্রিকার আন্তরিক শুভেচ্ছা রইলো তাপস দত্তের জন্য।