ভারত নিয়ে যাদের এলার্জি আছে তাদের করোনা টিকা নিতে বারণ করলেন ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের বাংলাদেশ কমিটির(Ibfa,bd) সম্পাদক সুমন হালদার আশীস । আজ সকালে বরিশাল সদর হাসপাতালে টিকা নিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভারত নিয়ে এলার্জি থাকলে তারা অন্য টিকার জন্য অপেক্ষা করুক। অথবা অন্য কোথায় টিকা আছে সেখানে গিয়ে দিয়ে আসুক।
টিকা নিয়ে যারা বিরোধিতা করছে এটা হলো রাজনীতি, ভারতের বিরোধীতা করতে হবে এটাই তাদের রাজনীতি। আর টিকা হলো বিজ্ঞান।” আমি রেজিস্ট্রেশন করেছি, এবং টিকাও নিয়েছি সুস্থ আছি মিথ্যে বিভ্রান্তিকর কথায় কান দিবেন না টিকাকে ঘিরে গুজব যে মিথ্যা তার প্রমাণ স্বরূপ লাখ লাখ লোক টিকা নিয়েছে কই কেউতো মৃত্যু তো দুরের কথা অসুস্থও হচ্ছে না । ষড়যন্ত্র-চক্রান্তকারীরা যে ষড়যন্ত্র করছিল এটাও ব্যর্থ হয়েছে। এটা নিয়ে যতই গুজব ছড়াক তা আর মানুষ কানে নিচ্ছে না। যারা সচেতনতার প্রচারণা চালাচ্ছে তাদের প্রচারণা আরো জোড়ালো করতে হবে বলে উল্লেখ করেন তিনি।