ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার দাস মোদী, বাংলাদেশ সফরকালে ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম ভিটা সহ শ্রী শ্রী কালী মন্দিরসহ টি ধর্মীয় স্থান পরিদর্শন করবেন…!!! উল্লেখ্য, ৫১ শক্তিপীঠের অন্যতম বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন। কিছুক্ষণ আগে সাতক্ষীরা পুলিশ সুপারের পক্ষ থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সাতক্ষীরা পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে ওই মন্দির এলাকায় নিরাপত্তার ব্যাপারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে যশোরেশ্বরী কালীমন্দির এবং এর আশপাশ এলাকা বিশেষ গোয়েন্দা নজরদারিতে আনা হয়েছে। প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সফরসূচির অংশ হিসেবে আগামী ২৭ শে মার্চ নরেন্দ্র মোদি দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন। এছাড়া গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম ভিটায় যাওয়ার কথা রয়েছে, পরিদর্শন তালিকায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুরের মুণ্ডপাশা গ্রামে অবস্থিত বিখ্যাত সুগন্ধা নাসিকা-শক্তিপীঠ (তাঁরাবাড়ি) পরিদর্শনেরও আসার সম্ভাবনা রয়েছে।
ভারত বাংলাদেশ ফ্রেন্ডসীফ এসোসিয়েশন বাংলাদেশ কমিটির পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের সুস্বাগতম ও আন্তরিক অভিনন্দন। জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন হিন্দু সংগঠন ।