ঝালকাঠী জেলার
কীর্তিপাশা ইয়নিয়নের সাবেক চেয়ারম্যান আজাহার আলি মিয়ার নাতী,ও সাবেক চেয়ারম্যান আঃ রব মিয়ার ছেলে,
সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ আঃ রহিম মিয়া,
আজ সতন্ত্রপ্রার্থি হিসাবে নির্বাচন করা উদ্দেশ্যে,
ঝালকঠী মাধ্যমিক শিক্ষা অফিসে ফর্ম জামা দিতে গেল,
নৌকা সমর্থিত প্রার্থি, আঃ শুক্কুর মোল্লার ছেলে রাহাত এর নেতৃত্বে তার দল বল নিয়ে সতন্ত্র প্রার্থি আঃ রহিমের উপর হামলা চালায়,
এবং ফর্ম ছিনিয়ে নিয়ে যায়,ঘটনা স্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে,
ঘটনরা ঘন্টা দুয়েকের পর পুনরায় ফর্ম, নৌকা সমর্থিত প্রার্থির ছোটভাই ইসরাফিল ফর্ম ফেরত দিয়।ঘটনার পর পরই সতন্ত্রপ্রার্থী আঃ রহিম থানায় সাধারন ডাইরি করেন।