পশ্চিমবঙ্গে তৃতীয় দফার নির্বাচনে তীব্র উত্তেজনা হুগলির তারকেশ্বরে৷ মাথা ফাটল বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের এজেন্ট অরিন্দম চক্রবর্তীর৷ অভিযোগের তৃণমূলের কিছু হামদাত বাহেনী তার মাথায় ভারীকিছু দিয়ে আঘাত করে ৷
ওরা দলে অনেক ছিল কিল ঘুসিও মেরেছে কোন বুথে ঢুকলে মারার হুমকিও দেয় । গা বাচাতে যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷
তারকেশ্বর বিধানসভার ৫৩ নম্বর বুথের কাছে প্রথমে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ৷ এর পর বুথ থেকে কিছু দূরে অরিন্দম চক্রবর্তীর উপরে হামলা হয় বলে অভিযোগ৷ অরিন্দম চক্রবর্তী বলেন, ‘৫৩ নম্বর বুথ থেকে বেরনোর সময় প্রথমে গাড়ির কাঁচটা ভেঙে দেওয়া হয়৷ কিছুটা এগনোর পর তিন চারটে মোটরসাইকেল হাত দেখালে আমি গাড়িটা থামাই৷ আমি ভেবেছিলাম ওরা বিজেপি কর্মী৷ কিন্তু গাড়ি থেকে নামতেই ভারী কিছু দিয়ে মাথার পিছনে মারা হয়৷’কয়েকজন ঘুসিও মারেন এবং এলাকায় থাকলে হত্যার হুমকি দেন ।
আক্রান্ত হওয়ার পর বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের সঙ্গে দেখা করতে নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছন তাঁর নির্বাচনী এজেন্ট অরিন্দম৷ অভিযোগ, সেখানেও তাঁকে বাধা দেন তৃণমূল কর্মীরা৷ এমন কি, বিজেপি প্রার্থী এবং তাঁর নির্বাচনী এজেন্টকে আটকেও রাখা হয় বলে অভিযোগ৷