প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বিশ্বব্যাংকের সর্বোচ্চ পর্যায় থেকে জানানো হয়েছিল পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলেন ড. মোহাম্মদ ইউনূস।’
সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত পদ্মা সেতু সংক্রান্ত এক সেমিনারে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।
জয় বলেন, ‘ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে চলছে।’ দেশের উন্নতিতে বাধা দেয় কিছু মানুষ। তিনি বলেন, ‘বিদেশিরা যা বলবে তাই সত্য। আমরা যা বলব তা মিথ্যা, কেন?’