বরিশালে প্রথমবারের মতো এলপি গ্যাসের ফিলিং স্টেশনের উদ্ধোধন করা হয়েছে। বরিশাল নগরের রুপাতলী এলাকায় অবস্থিত হাজী এলপিজি ফিলিং স্টেশন নামের এই স্টেশনে ১৫ হাজার লিটার এলপি গ্যাস সংরক্ষন করা যাবে। পাশাপাশি প্রতি লিটার গ্যাস ৫০ টাকায় বিক্রি হবে। বুধবার সকালে ফিলিং স্টেশনটির উদ্ধোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার আবুল কালাম আজাদ। হাজী এলপিজি ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী হাজী মো. নূর হোসেন মিরনের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল, সিনিয়র সহকারী কমিশনার (কোতয়ালী) মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ট্রাফিক) মো. রাসেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।