২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:২৭

মুকুল আতঙ্কে মমতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০১৭,
  • 516 সংবাদটি পঠিক হয়েছে

বুধবার রাতেই হাবরা থানায় সাজানো  মামলায় পৃথ্বীশ দাশগুপ্তকে গ্রেফতার করেছিল সিআইডি।এর পিছনে অন্য কোনও কারণ খোঁজা অর্থহীন।শুধু মুকুল রায়ের ঘনিস্ট বলে তৃনমূল নেত্রী বুঝে গেছ মুকুল হীন তৃনুমূল আগমী নির্বচনে ক্ষমতা হারাতে পারে তাই খুব খেপে আছে মুকুলকে না পাও ধরো ওর কাছের মানুষদের সূত্রের খবর, বিভিন্ন মামলায় আরও কয়েকজন মুকুল ‘ঘনিষ্ঠে’র খোঁজও শুরু করতে পারে সিআইডি। গুজরাত থেকে বিজেপি সভাপতি অমিত শাহ দিল্লিতে ফেরার অপেক্ষা চলছে। সেই জল্পনা মতো আগামী শনিবারের মধ্যেই নতুন পরিচয় পেয়ে যাবেন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়।এক-দু’‍‍দিনের মধ্যে বিজেপির পতাকা হাতে মুকুল রায় আসবে পশ্চিমবঙ্গে  ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »