২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১:৩৫

ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ৯৭/২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০১৭,
  • 471 সংবাদটি পঠিক হয়েছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হলো টসে হেরে। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক জেপি ডুমিনি ব্লমফন্টেইনে সিরিজের প্রথম ম্যাচের টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সংগ্রহ ১০ ওভারে বলে ২ উইকেট হারিয়ে ৯৭ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এখন পর্যন্ত কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। টেস্ট এবং ওয়ানডে দুই ফরমেটের সবগুলো ম্যাচেই হেরেছে লাল-সবুজের দল। এবার মিশন টি-টোয়েন্টি। ২০ ওভারের ক্রিকেটের প্রথম ম্যাচে সাকিব-মুশফিকরা মুখোমুখি প্রোটিয়াদের। এ ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

এই ম্যাচে চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে একাদশে নেওয়া হয়েছে।

চোটের কারণে দেশে ফিরে এসেছেন ওপেনার তামিম ইকবাল ও পেসার মুস্তাফিজুর রহমান। তাদের অনুপস্থিতিতে বাংলাদেশ কি পারবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে।

যদিও বরাবরই আশাবাদের কথা শুনিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর বিশ্বাস, এই ম্যাচে বাংলাদেশের পক্ষে সম্ভব ভালো কিছু করা।

তবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলটি কিছুটা দুর্বল। ইমরান তাহির, কাগিসো রাবাদা, ফাফ দু প্লেসির মতো তারকা ক্রিকেটারদের ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের। নিয়মিত অধিনায়ক দু প্লেসি চোটের কারণে ছিটকে পড়েছেন। অন্যদের বিশ্রাম দেওয়া হয়েছে। এ ম্যাচের স্বাগতিক দলের নেতৃত্বে থাকবেন জেপি ডুমিনি।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক),সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »