ইনজুরির কারণে বিপিএলের গত আসরে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। একই কারণে এবারও মিস করতে চলেছেন টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহ। তবে, তিনি ঠিক কোন ম্যাচ থেকে খেলতে পারবেন এ বিষয়ে কিছুই জানা যায়নি। এবার রাজশাহী কিংস দলে নিয়েছে মোস্তাফিজুর রহমানকে।
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের আগে ইনজুরি পান মোস্তাফিজুর রহমান। গত ২৩ অক্টোবর ঢাকায় ফেরেন তিনি। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তবে, এখনই তিনি বোলিং অনুশীলন করতে পারছেন না।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) প্রধান ফিজিও ডা. দেবাশীষ রায় চৌধুরী বলেন, ‘মোস্তাফিজের ল্যাটেরাল অ্যাঙ্কল ইনজুরির আজ ১৩তম দিন। আমরা গতকাল ফিজিওথেরাপি শুরু করেছি। প্রথমদিনের পর মোটামুটি ভালো উন্নতি হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে ‘ল্যাটেরাল অ্যাঙ্কল স্ট্রেইন’ ইনজুরি খুব খারাপ। পুরোপুরি ফিট না হয়ে খেলতে নামলে আবার ইনজুরিতে পড়ার সম্ভাবনা আছে। তাই আমরা চাই সে পুরোপুরি ফিট হোক। আর সে কারণে বিপিএলের কিছু ম্যাচ সে মিস করবে’।
তিনি আরও বলেন, ‘বোলিং অনুশীলনে ফিরতে মোস্তাফিজের সময় লাগবে। এটা তার উপর নির্ভর করছে। তবে, এটা বলা যায় যে আমাদের পুরোপুরি ফিট মোস্তাফিজকে পেতে এখনও ২-৩ সপ্তাহ সময় লেগে যাবে’।
শুধু মোস্তাফিজ নয়, ইনজুরির কারণে বিপিএলের প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না তামিম ইকবালও। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে ইনজুরি পান। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন তামিম। আগামী ৪ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর।