পাহাড় থেকে সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সরানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট। এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্রীয় সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে পাহাড় থেকে সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সরানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার নিয়ে মামলায় আপাতত কলকাতা হাইকোর্টে শুনানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।