ওয়াশিংটন : পাকিস্তানকে ফের তুলোধনা করল আমেরিকা৷ ওয়াশিংটনের তরফ থেকে ইসলামাবাদকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যদি তারা সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়, তাহলে সেই দায়িত্ব নেবে তারা৷ অন্যভাবে সন্ত্রাসদমন করবে আমেরিকা৷ সেদেশের সরকারি সূত্রে এই খবর জানানো হয়েছে৷
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হেথার নয়রাট জানিয়েছেন, মার্কিন স্টেট সেক্রেটারি রেক্স টিলেরসনের মতে পাকিস্তানকে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে৷ পাকিস্তানের মাটিতে যে তারা নিরাপদে আছে, তাও বিনষ্ট করতে হবে৷ টিলেরসনের পাকিস্তান সফরের একদিন পরই কথাগুলি বলেন তিনি৷ নয়রাট আরও জানান, পাকিস্তানকে একাধিকবার তাদের চাহিদাগুলো জানিয়েছে মার্কিন মুলুক৷ পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীরা যে বেড়ে উঠতে তার বিরুদ্ধে একাধিকবার পদক্ষেপ নিতে বলা হয়েছে ইসলামাবাদকে৷ কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি৷