২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৬

“পাকিস্তান না পারলে আমরা সন্ত্রাসদমন করব”: আমেরিকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, অক্টোবর ২৭, ২০১৭,
  • 512 সংবাদটি পঠিক হয়েছে

ওয়াশিংটন : পাকিস্তানকে ফের তুলোধনা করল আমেরিকা৷ ওয়াশিংটনের তরফ থেকে ইসলামাবাদকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যদি তারা সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়, তাহলে সেই দায়িত্ব নেবে তারা৷ অন্যভাবে সন্ত্রাসদমন করবে আমেরিকা৷ সেদেশের সরকারি সূত্রে এই খবর জানানো হয়েছে৷

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হেথার নয়রাট জানিয়েছেন, মার্কিন স্টেট সেক্রেটারি রেক্স টিলেরসনের মতে পাকিস্তানকে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে৷ পাকিস্তানের মাটিতে যে তারা নিরাপদে আছে, তাও বিনষ্ট করতে হবে৷ টিলেরসনের পাকিস্তান সফরের একদিন পরই কথাগুলি বলেন তিনি৷ নয়রাট আরও জানান, পাকিস্তানকে একাধিকবার তাদের চাহিদাগুলো জানিয়েছে মার্কিন মুলুক৷ পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীরা যে বেড়ে উঠতে তার বিরুদ্ধে একাধিকবার পদক্ষেপ নিতে বলা হয়েছে ইসলামাবাদকে৷ কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি৷

জেনেভায় একটি কনফারেন্সে টিলেরসন জানিয়েছেন, আমেরিকা সন্ত্রাসবাদীদের তথ্য আদানপ্রদানের বিষয়ে খুব সাবলীল৷ পাকিস্তানেরও এমন করা উচিত৷ আমেরিকা কিছু দাবী করে না৷ পাকিস্তান প্রজাতান্ত্রিক দেশ৷ তারাই ঠিক করবে তাদের কী করা উচিত৷ কিন্তু তার আগে এটা বুঝতে হবে কোন বিষয়টা দরকারী৷ আদানপ্রদান সবসময়ই উপকারী৷ পাকিস্তানের কোনও নেতার সঙ্গে তিনি এর আগে কখনও কথা বলেননি৷ তাই শ্রোতার ভূমিকা তাঁর কাছে বেশি দরকারী৷ জানিয়েছেন টিলেরসন৷

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »