জয়পুরহাটের চক ঈশ্বরপুর গ্রামের হিন্দু পল্লীর এক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে প্রভাবশালীরা মুসলিমরা। এ ঘটনায় ওই পল্লীতে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওমর আলীসহ তার দুই পুত্রকে গ্রেফতার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চক ঈশ্বরপুর গ্রামের বাসিন্দা নগেন পাহানের সাথে একই গ্রামের ওমর আলীর সাত একর ৯০ শতক জমি নিয়ে মামলা চলছে। শুক্রবার দোগাছী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আফজাল হোসেন ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুল মতিন বিবাদমান জমি নিয়ে বিচার হবে বলে নগেন পাহানকে সকাল ১০টার সময় সিনিয়র দাখিল মাদ্রাসায় যেতে বলে। তাদের যেতে দেরি হলে ওমর আলী, মেম্বার আফজাল হোসেন ও আব্দুল মতিনসহ বেশ কয়েকজন লোক নগেন পাহানের বাড়িতে যায় এবং তাদের কাছে জমি জমার দলিল চায়। নগেন পাহান তাদের বলে দলিলের কাগজ উকিল বাবুর কাছে আছে। এতে ক্ষিপ্ত হয়ে ওমর আলী, মেম্বার আফজাল হোসেন ও মেম্বার আব্দুল মতিনের লোকজন নগেন পাহানের বাড়িতে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। আগুনে নগেনের একটি ঘর পুড়ে যায়। যাবার সময় তারা বাড়ি সংলগ্ন বাগানের কলাগাছ কেটে রেখে চলে যায়।
নগেন পাহান ও তার ভাতিজারা জানায়, তাদের এলাকা ছেড়ে চলে যাবার হুমকি, দেওয়া হয়েছে। এ বিষয়ে দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম এবং ওই ওয়ার্ডের (১ নম্বর ওয়ার্ডের) মেম্বার আবু বায়েজিদ জানান, বিবাদমান ওই জমি নিয়ে মামলা চলছে তাই এ বিষয়ে কারো বিচার ডাকার অধিকার নাই। জমির ব্যাপারটি আদালতেই ফয়সালা হবে। আর অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা দুঃখজনক।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, এ ঘটনায় জড়িত ওমর আলী, ও তার দুই পুত্র শফিকুল ও নফিকুলকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে!