নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের অতিরিক্ত হলরুমে দিনটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এদিকে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। বিভিন্ন সময় পুলিশের দায়ের করা মামলায় কারাবাস করা দেড়শতাধিক যুবদলের নেতা-কর্মীদের সংবর্ধনা দেয়া হয় জেলা যুবদলের পক্ষ থেকে।