ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদলে বাংলাদেশে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) সভাপতি মিঠুন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার সূত্রাপুর থানা এলাকা থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে আটক করেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী সুমনা চৌধুরী।
তিনি জানান, গত বৃস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে মুঠোফোনে যখন তার সাথে আমার সর্বশেষ কথা হয়েছে তখন সে বলেছে আমি সিলেটের বালুচরের বাসাতে আছি। পরে রাত ১২টার দিকে পার্টির লোকেরা আমাকে জানিয়েছেন যে মিঠুনকে গোয়েন্দা পুলিশ সদস্যরা আটক করেছেন।
সুমনা চৌধুরী জানান- তার স্বামীকে কি কারণে আটক করা হয়েছে সেটি তিনি জানতে পারেন নি। আমাদের জানামতো তার বিরুদ্ধে কোন মামলা নেই। তবে বৃহস্পতিবার সারাদিনই বালুচরের বাসাতে পুলিশ প্রহরা ছিলো।
এ ব্যাপারে শাহপরাণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন- মিঠুন চৌধুরী ঢাকা থেকে পুলিশ তাকে আটক করেছে কিনা সেটি আমরা অবগত নই।