অক্টোবর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ রিলিজ পাবে- এ খবর চাউর ছিল। প্রথম শো’টাই দেখবো বলে ঠিক করে রেখেছিলাম। কারণ বাজারে আসার আগেই দেশ-বিদেশে তুমুল আলোচনা-সমালোচনা তৈরি করে যে সিনেমা- সেটি আর যাই হোক পরিচিতদের আগে দেখতে না পারলে অন্যের মতামত মাথায় চাপ ফেলবে। যেমন ভাবনা তেমন কাজ- প্রথম শো’তেই হাজির হলাম।[huge_it_slider id=”1″]চিত্রনাট্য নিয়ে আগাম ধারণা ছিল, পাত্র-পাত্রী কারা কোন ভূমিকায় থাকবেন সেটাও প্রায় মুখস্থ। কোন গল্প বলা হবে সেটাও জেনেছি প্রায়। এখন ক্যামেরার ফ্রেমে-সংলাপে সেটার বুননটা হলো কিভাবে, ঠাকুমা তার ঝুলি খুলবেন আমি আমার ‘কোয়ালিটি টাইম’-এ সেই গল্পটা শুনব ও দেখব কেবল।
তার আগে পরিচিত হই ‘ডুব’-এর সঙ্গে…
পরিচালক: মোস্তফা সরয়ার ফারুকী
নাম ভূমিকায়: ইরফান খান (ভারত), রোকেয়া প্রাচী, নূসরাত ইমরোজ তিশা ও পার্ণো মিত্র (ভারত) প্রমুখ
রিলিজ তারিখ: ২৭ অক্টোবর, শুক্রবার
ব্যানার: জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ