ডিজিটাল ডেস্ক: আর জাতপাত নয়, এখন থেকে আর্থিক এবং সামাজিক ক্ষমতা যাচাইয়ের উপর নির্ভর করেই হবে সংরক্ষণ৷ সেই লক্ষ্যেই বৃহস্পতিবার ন্যাশনাল কমিশন ফর সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এনসিএসএবিসি-কে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ একইসঙ্গে ভেঙে দেওয়া হল ন্যাশানাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এনসিবিসি-কে৷ এর ফলে জাঠ-সহ একাধিক তথাকথিত উচ্চবর্গীয়দের দীর্ঘদিনের দাবিদাওয়াও পূর্ণ হতে চলেছে এবার৷