ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে আটক গরু ব্যবসায়ী মানিককে (২৫) আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠক শেষে ফেরত দিয়েছে বিএসএফ।
বালিয়াডাঙ্গী পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে আটক গরু ব্যবসায়ীকে ফেরত দেওয়া হয়। ৩০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল খাদেমুল বাসার জানান, বিএসএফ ভারতের অভ্যন্তরে মানিককে আটক করে। পতাকা বৈঠক ও বিএসএফের সঙ্গে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাকে ফেরত আনা হলেও প্রচলিত আইনের আওতায় আনার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘পতাকা বৈঠক শেষে মানিককে পুলিশের কাছে হস্তান্তর করেছে। অনধিকার প্রবেশের অভিযোগে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
রবিবার (২৯ অক্টোবর) ভোর রাতে কান্তিভিটা সীমান্ত থেকে ওই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় ভারতের হাটখোলা বিএসএফ সদস্যরা।
আটক মানিক উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিণমারী গ্রামের মিন্টুর ছেলে।