অবৈধভাবে ও গঠনতন্ত্রের বাইরে গিয়ে ৬ নং জাগুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব বুঝিয়ে দেয়ায় বরিশাল সদর উপজেলা আ’লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি ও সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে সদর উপজেলার চন্ডিপুর এলাকার মৃত জালাল সরদারের ছেলে জামাল সরদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য রেখে দেন। সভাপতি-সম্পাদক ছাড়াও জাগুয়া ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম আলম শাহীনকে বিবাদী করা হয়। আদলতের বরাত দিয়ে আইনজীবী আজাদ রহমান জানান, ২০১৫ সালের ২৯ জুলাই বাদীকে ৬ নং জাগুয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পদে অনুমোদন দেয়া হয়। পরে ২০১৬ সালের ২২ মার্চ ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে পুনঃরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কাউন্সিলে বাদীর প্রতিদ্বন্দ্বীরা ক্ষিপ্ত ও আক্রোশ পোষণ করেন। পাশাপাশি জাগুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে দলীয় মননয়নে ইউপি সদস্য নির্বাচিত হন তিনি। ফলে ১ নং বিবাদীসহ বিভিন্ন নেতাকর্মী বাদীর উপর ক্ষিপ্ত হন। এর ফলে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ তুলে সদর উপজেলা আ’লীগের সভাপতি-সম্পাদক বরাবর প্রেরন করেন। এরই প্রেক্ষিতে গত ২৩ জুলাই ১ ও ২ নং বিবাদী বাদীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। ২৭ জুলাই বাদী কারণ দর্শানোর জবাব প্রদান করেন। গত ৫ সেপ্টেম্বর সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সম্পাদক ১ নং বিবাদী দিদারুল ইসলাম আলম শাহীনকে জাগুয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন। যাহা গঠনতন্ত্র পরিপন্থি এবং মামলার বাদীকে দলীয় দায়ীত্ব পালনে নানারুপ বিঘœ সৃষ্টি করেন। তাই ১ নং বিবাদীর যাবতিয় কার্যক্রম বে-আইনি, অবৈধ ও গঠনতন্ত্র পরিপন্থির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। বরিশাল ক্রাইম ডেস্ক