রোহিত শর্মার 138 বলে ঝড়ো 147 ও বিরাট কোহলির 106 বলে 113 রানে ভর করে 50 ওভারে 337 রানে পৌঁছে যায়। তাই শুরু থেকেই কিছুটা চাপে ছিল নিউজিল্যান্ড।
ভারতের দেওয়া 338 রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র দলের 44 রানের মাথায় নিউজিল্যান্ডের নিরভরযোগ্য ব্যাটসম্যান মার্টিন গাপ্তিল ব্যক্তিগত 10 রানে ফিরে যান। তাকে ফেরান বুমরা। শুরুর সেই ধাক্কা সামলে নিয়ে এগিয়ে নিয়ে যায় উইলিয়ামসন ও মুনরো। 109 রানের পার্টনারশিপ তৈরি করেন দুজনে। চাহালের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুনরো। তবে নিউজিল্যান্ড তখন শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে। এর পরে 168 রানের মাথায় ফিরে যান উইলিয়ামসন, তিনি করেন 64 রান। তিন উইকেট হারিয়ে নড়বড়ে হয়ে যায় নিউজিল্যান্ড।
চল্লিশ ওভারের মাথায় 4 উইকেটে 247 রান দাঁড়ায়। দলকে টানতে থাকেন নিকোলস ও ল্যাথাম। 46 ওভারের মাথায় পড়ে যান নিকোলস(37)। 47 ওভারে ফিরে যান ল্যাথাম ব্যক্তিগত 65 রান করে। অবশেষে 7 উইকেট হারিয়ে 331 রানই তুলতে পারে নিউজিল্যান্ড। টান টান ম্যাচে 6 রানে জয় ছিনিয়ে নেয় ভারত। সেই সঙ্গে সিরিজ।
জসপ্রিত বুমরা 3 উইকেট, চাহাল 2টি ও ভুবনেশ্বর কুমার 1টি উইকেট নেন।