আরেকটু ধ্বংস হোক
আরেকটু ছিন্ন হোক
আরেকটু চূর্ণ হয়ে মিশে যাক
জাগতিক জীবন সময়,
বেধে রাখা আয়নায় জীবনছবিটা
আটকে আছে বহুদিন
ঘন্টা দিন বছরের বেচে থাকার
তারতাম্য ফলাফল শুন্য,
জেগে জেগে ধুকে ধুকে কত মুখ
কত কাতরতা নিরবতায় কাদে মন,
তুমি আমি সে আপন পর মিশে
অভিনীত গল্পের শুরুটাই শেষ.