পটুয়াখালীর বাউফলে প্রেমিকার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে জীবন বেপারী (৩০) নামে এক হিন্দু শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের মিন্টু মৃধার বাড়িতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
এ ঘটনার পর মিন্টু আত্মগোপন করলেও তার মেয়ে সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। নিহত জীবন পার্শ্ববর্তী দশমিনা উপজেলার সাংকিপুরা গ্রামের জিতেন্দ্র বেপারীর ছেলে এবং বাউফলের উলানিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে পার্শ্ববর্তী গলাচিপার উপজেলার উলানিয়া গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে থেকে পড়াশুনা করতো। গোসিংগা এলাকার একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী প্রেমিকা তৃষ্ণার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে সন্দেহজনক মারধরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, জীবন বেপারীর সাথে কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে তৃষ্ণার পরিচয় হয়। গত শনিবার রাতে তৃষ্ণার বাবা-মা বাড়ি ছিলো না। এই সুযোগে তৃষ্ণার আহ্বানে ওই রাতে তার সাথে দেখা করতে যায় প্রেমিক জীবন। রাতে দেখা সাক্ষাৎ শেষে রবিবার ভোরে বাড়ি ফেরার পথে গোসিংগা গ্রামের মিন্টু তাকে সন্দেহজনকভাবে আটক করে বেদম মারধর করে। মারধরেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এর আগে জীবনের মৃত্যু নিশ্চিত হওয়ার পরই মিন্টু পালিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিন্টুর মেয়ে সোনিয়াকে পুলিশ থানায় নিয়ে যায়।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে অভিযুক্ত মিন্টুকে গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।