বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর ফেনীর মহিপাল ব্রিজ অতিক্রম করার সময় উল্টো পাশের সড়কে দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়।
এ নিয়ে মহিপালে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার বিকাল ৪ টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। গাড়িবহরে আগে থেকেই যুক্ত থাকা ফেনী জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনাকে ক্ষমতাসীনদের হামলা মনে করে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করে।পরত্যক্ষদর্শীরা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহিপাল অতিক্রম করছিল। এ সময় সেখানে একটি পেট্রোল পাম্পের ৩০০ গজ দূরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে হামলা করে দুর্বৃত্তরা।এতে বাস দুটিতে আগুন ধরে যায়। তবে ওই বাস দুটিতে কেউ ছিল না বলে জানা গেছে। গন্ধ্যা পরিবহনের বাস দুইটি নজির আহমদ সিএনজি স্ট্যান্ডের সামনে স্ট্যাণ্ড করা ছিল।ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, কারা ঘটিয়েছে। তা তদন্ত করে বের করা হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।