২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:৩৮

পদ্মা সেতু নির্মাণ হলে বরিশাল হবে দ্বিতীয় সিঙ্গাপুর- সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, নভেম্বর ১, ২০১৭,
  • 653 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ২৪ ও ৬নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাহাবুবুর আলমের এর সভাপতিত্বে ও রাতে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুুদ্দিন বাবুলের সভাপতিত্বে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেনÑবরিশালের উপর জননেত্রী শেখ হাসিনার ভালোবাসা রয়েছে। বিগত দিনে তিনি যেমন বরিশালের জন্য ব্যাপক উন্নয়ন করেছেন। বর্তমানেও করছেন। তাই কয়েক দিন পূর্বেও তিনি বরিশালের কির্তনখোলার পারে শহররক্ষা বাঁধ তৈরীর জন্য ৩৩১কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তিনি উপস্থিত নেতা কর্মিদের উদ্দেশে আরো বলেনÑ আগামী দিনে পদ্মা ব্রিজ নির্মাণ হলে বরিশাল হবে দ্বিতীয় সিঙ্গাপুর। বরিশালবাসীর জন্য থাকবে কাঙ্খিত ট্রেনলাইনের ব্যবস্থা। এ উন্নয়ন আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই আপনারা দেখতে পান। তিনি ৬নং ওয়ার্ডের বাসিন্দাদের উদ্দেশ্য বলেন ঢাকার মহাম্মদপুর বস্তির সবাইকে থাকার জন্য ১০ হাজার প্লটের কলোনি করে দেয়া হচ্ছে মাত্র ৩০০টাকায়। আশা রাখি আগামী বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যদি আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয় আমরাও নগরীর অবহেলিত মানুষের পরিবার-পরিজন নিয়ে থাকার সুবিধার জন্য এমন ব্যবস্থা করে দেবো। আর এর জন্য দরকার দলের সবাইকে অন্তরিকভাবে হয়ে কাজ করা। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বরিশাল মহনগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম তোতা, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহামুদ বাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক গোলাম সারোয়ার রাজিব, উপ-দপ্তর সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল, নিগার সুলতানা হনুফাসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ।

????????????????????????????????????

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »