ধর্মান্তরিত হলেন বিখ্যাত এই বলিউড অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাত্কারে জানিয়েছেন প্রখ্যাত তারকা দম্পতি কমল হাসান-সারিকার কন্যা আকসারা হাসান। কিন্তু কেন? নতুন কোন ধর্ম গ্রহণ করতে চাইছেন তিনি? এই নিয়ে বলিউডে জল্পনা আজ তুঙ্গে।
নিজ নিজ ধর্ম পালনের অধিকার সবার রয়েছে। যুগে যুগে ধর্মান্তরিত হয়েছেন অসংখ্য মানুষ। সেই তালিকায় রয়েছে তারকাদেরও নাম। শর্মিলা ঠাকুর থেকে শুরু করে ধর্মেন্দ্র, অমৃতা সিং, এ আর রেহমান এমনকি বিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনও খ্রিষ্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন।
সম্প্রতি সিনেমার এক প্রমোশনে তিনি জানিয়েছেন, তিনি খুবই উদ্বিগ্ন সিনেমা প্রকাশের ব্যাপারে। ছবি করতে গিয়ে বৌদ্ধ ধর্মের প্রতি তিনি যথেষ্ট টান অনুভব করেন। সেই কারণেই তিনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হলেন তিনি। ভবিষ্যতে তিনি তাঁর বাবা কমল হাসান এবং দিদি শ্রুতি হাসানের ছবিতে নির্দেশনার কাজ করতে চান তিনি।