২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪২

বিজেপিতে যোগদানের দিনেই মুকুল ঘনিষ্ঠ নেতার স্ত্রীকে তলব সিআইডি’র

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, নভেম্বর ৪, ২০১৭,
  • 683 সংবাদটি পঠিক হয়েছে

প্রাক্তন তৃণমূল সাংসদ মুকুল রায় বিজেপিতে যোগ দিতেই পাগল মমতা নতুন নতুন নাটক সাজাচ্ছে তাঁর অনুগামী নেতার স্ত্রীকে জেরার জন্য ভবানিভবনে তলব করল সিআইডি৷ ভুঁয়ো অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলায় জেরার জন্য মুকুল ঘনিষ্ঠ নেতা পৃথ্বীশ দাশগুপ্তের স্ত্রী ইন্দ্রানি দাশগুপ্তকে তলব করেছে সিআইডি৷ আগামী সোমবার বেলা ১২টার সময় ভবানিভবনে হাজিরা দিতে বলা হয়েছে ইন্দ্রানিকে৷

প্রসঙ্গত, তৃণমূলের বানানো নাটক অর্থলগ্নি সংস্থার সংক্রান্ত মামলায় প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের নেতা তথা মুকুল অনুগামী পৃথ্বীশকে গ্রেফতার করেছে সিআইডি৷ তার সহযোগী দেবাশিস দাসকেও গ্রেফতার করা হয়েছে৷ এই মামলাতেই মুকুলের ছায়াসঙ্গী সুজিত শ্যামের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিআইডি৷ তাঁকেও জেরার জন্য তলব করা হয়েছে৷ সিআইডি মনে করছে, এই মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত পৃথ্বীশের স্ত্রী ইন্দ্রানির মাধ্যমে টাকা অন্যত্র সরানো হয়েছে৷ সেজন্যই তাঁকে জেরা করতে চায় সিআইডি৷

সূত্রের খবর, ইন্দ্রানিকে জেরার পরে তাঁক ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত নথি তলব করা হতে পারে৷ অর্থলগ্নি সংস্থার বিষয়ে খুঁটিনাটি খবরও রাখতেন ইন্দ্রানি৷ সেজন্যই তাঁকে জেরা করে টাকার হদিশ পেতে চাইছে তদন্তকারীরা৷ তবে মুকুল বিজেপি যোগদানের পরেই এভাবে ইন্দ্রানিকে তলব করা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করছে বিজেপি৷ তাদের দাবি, মুকুলের বদনাম করার জন্যই সম্পূর্ণ আলাদা একটি মামলায় তাঁকে জড়ানোর চেষ্টা করছে রাজ্য সরকার সামনে তৃণমূলের আরো কত সাজানো নাটক হবে জানতে চোখ রাখুন দেশ এর পাতায়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »