লাক্কাতুরায় ক্রিকেট উৎসবে সিলেটী গর্জন টস হেরেও উবে যায়নি। রাজশাহী কিংসের বিপক্ষে আগে ব্যাট করে দাপুটে উদ্বোধনী জুটিতে নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান সংগ্রহ করেছে তারা। এই আসরে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রান।বিপিএলের পঞ্চম আসরে টস হেরে যারা ব্যাট করতে নামছে তারাই ভুগছে। একমাত্র ঢাকা বাদে সবাইকে হারতে হয়েছে। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে ঢাকা আগে ব্যাট করে ২০২ রান সংগ্রহ করেছিল। স্বাগতিক সিলেটও প্রমাণ করল টস ভাগ্য পক্ষে না আসলেও ঘরের মাঠে তাদের হারানো সহজ নয়।