জাপান সফরের মধ্য দিয়ে ১২ দিনব্যাপী এশিয়ায় চলমান মিশন শুরু করেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়া সফর শেষে বুধবার তিনি চীনের রাজধানী বেইজিং পৌঁছান। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বিমানবন্দরে তাকে স্বাগত জানান। চীন পৌঁছার আগে ট্রাম্প চাইনিজ প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রাজনৈতিক বিজয়ের পর আমি তার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।