রাজশাহীর মোহনপুরে চারদিন ধরে অবরুদ্ধ রয়েছেন অনিল চন্দ্র প্রামাণিকের পরিবার। স্থানীয় প্রভাবশালীরা সংলগ্ন জমি তাদের দাবি করে ওই পরিবারের আসা-যাওয়া একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী অনিল চন্দ্র প্রাং ও তার স্ত্রী মায়া রানী মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাকশিমইল ইউনিয়নের বাকশিমইল গ্রামে এক যুগের বেশি সময় ধরে স্থায়ীভাবে পাকা বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন পরিবারটি। গত মঙ্গলবার (১৮ জুন) সকাল ১০টায় মৃত নাদের আলী ছেলে ছবের আলীর নেতৃত্বে ওই পথটি বন্ধ করে দেওয়া হয়। এ সময় তাদের গালাগাল করা হয়।
খবর পেয়ে ছবের আলী ছেলে মাসুদ রানাও অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে অনিল চন্দ্রের বাড়ির প্রধান ফটক থেকে সরকারি রাস্তা পর্যন্ত জায়গাটি টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলে। দুর্ভোগে পড়ে পরিবারটি।
জানা যায়, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
আরও পড়ুন: বাঁশখালীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, ২ ডাকাত নিহত
মোহনপুর থানার অফিসার ইনচার্জ মুস্তাক আহম্মেদ বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।