স্পোর্টস ডেস্ক, : বুধবার আইসিসি সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করে। এতে দুই ভারতীয় ক্রিকেটার কোহলি ও বুমরাহ যথাক্রমে ব্যাটসম্যান এবং বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন। অন্যদিকে সাকিব অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন।
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩৫৪। ৩৩০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তিন নম্বরে থাকা আফগান তারকা মোহাম্মদ নবীর পয়েন্ট ২৭৫।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১০৪ রান করা কোহলি ১৩ পয়েন্ট অর্জন করেছেন। ফলে দুই নম্বরে থাকা অ্যারন ফিঞ্চের (৭৮৪) সঙ্গে কোহলির (৮২৪) পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৪০-এ। অন্যদিকে সিরিজে ৯৩ রান করা রোহিত শর্মা তিন ধাপ এগিয়ে ২১ নম্বরে এবং শিখর ধাওয়ান ২০ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে ওঠে এসেছেন।