আগে পাওয়া টাইম স্কেল যোগ করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত গ্রেডে বেতন স্কেল নির্ধারণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বুধবার (০৮ নভেম্বর) এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কচি। সঙ্গে ছিলেন মো. আতাউর রহমান।
পরে আতাউর রহমান জানান, ২০১৪ সালের ৯ মার্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল গ্রেড-১১ (প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক), গ্রেড-১২ (প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষক), গ্রেড-১৪ (প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষক), গ্রেড-১৫ এ (প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষক) উন্নীত করা হয়। স্কেল নির্ধারণের সময় সব সহকারী শিক্ষকের আগে পাওয়া টাইম স্কেল সুবিধা যোগ করা হলেও প্রধান শিক্ষকদের ক্ষেত্রে তা করা হয়নি।
এর বৈধতা চ্যালেঞ্জ করে নোয়াখালীর চাটখিলের আবু তোরাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনসহ ১৯০ জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করলে গত বছর আদালত রুল জারি করেন। বুধবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।