সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাকেশ পদ (১২) নামে এক কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকেশ যশোরের শার্শা উপজেলার রামপুর ধলদা গ্রামের বিষ্ণুপদর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস কলারোয়ার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় রাকেশ নামে ওই কিশোর ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও ২০জন। তাদের স্থানীয়ভাবে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বিষয়টি সত্যতা স্বীকার করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।