শুক্রবার দুপুর একটায় ধর্মতলায় রানি রাসমণি রোডে বিজেপির সমাবেশ। এই সমাবেশ রাজ্য বিজেপির কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমন মুকুল রায়ের কাছেও গুরুত্বপূর্ণ। এক দিকে বিজেপি দেখতে চায় মুকুল রায়কে দলে নেওয়ার পরে কর্মী সমর্থকদের প্রতিক্রিয়া। অন্য দিকে, মুকুল রায়ের কাছে ভিড় টানার চ্যালেঞ্জ। আর মুকুলের ছেড়ে আসা দলের কাছে এই জনসভাই আতঙ্কের, আশঙ্কার।
দেখে নেওয়া যাক কী কী ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস—
১। মুকুল রায় কলকাতায় আসার পরে একটি সাদা ফাইল দেখিয়ে বলেছিলেন অনেক রাজনৈতিক কথা বলার রয়েছে তাঁর। সব বলবেন ধর্মতলার সমাবেশে। কী কী রয়েছে সেই ফাইলে?
২। তৃণমূল কংগ্রেস ছাড়ার পরে সারদাকাণ্ড প্রসঙ্গে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিনচিট দিয়েছেন মুকুল রায়। বলেছেন সব অভিযোগ ব্যক্তিগত। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পরে কী বলবেন?
৩। মুকুল রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর হওয়া বুঝিয়ে দিচ্ছে শাসকদল এই দলবদলকে কতটা গুরুত্ব দিচ্ছে। মুকুল তার পাল্টা নেবে না তো? পুলিশ-প্রশাসন পরিচালনার গোপন কথা সামনে চলে আসবে না তো