রংপুরে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে যাচ্ছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও সংসদ সদস্য মনোরঞ্জল শীল গোপাল।
শনিবার ওই এলাকায় প্রতিনিধি দলটি পৌঁছবে বলে জানিয়েছেন খালিদ মাহমুদ চৌদুরী।
প্রসঙ্গত, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে অবমাননাকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে শুক্রবার জুমার নামাজের পর রংপুরের তারাগঞ্জে বাড়িঘরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে বাঁধলে গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক। আহতদের পাঁচজন গুলিবিদ্ধ।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পাগলাপীর ঠাকুরবাড়ি গ্রামে স্থানীয় মুসল্লিদের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হামিদুল ইসলাম বলে জানা গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।