রংপুরে টিটু রায় নামে যে ফেসবুক আইডি দিয়ে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়া হয় সেই আইডিটি ভুয়া। রবিবার ঘটনার তদন্তে গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু রাফা মো. আরিফ ও রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান এ কথা বলেন।
ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে শুক্রবার রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তদন্ত টিম জানায়, টিটু রায় হিন্দু হলেও তার ফেসবুক আইডির নামের আগে মুসলমানদের ব্যবহার করা মো. (গফ) ব্যবহার করা হয়েছে এবং সেই আইডি দিয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে। আমরা কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করে পুরো ঘটনা নিশ্চিত হওয়ার জন্য কাজ করছি।
দু-এক দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে। মূলত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অরাজকতা সৃষ্টির জন্যই জামাত বিএনপি পরিকল্পিতভাবে এ তাণ্ডব চালিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।