গত ০২/০১/২০২০ ইংরেজিকে নোয়াখালীর, কবিরহাট, নবাবপুর থানা,বসবাস কারি সেতু রানী দাশ(১৯) কে একি উপজেলায় বসবাস কারি মোঃ সোহেল, পিতা মোঃ সোলেমান, ও তার সহপাঠীরা সেতু কে অপহরণ করে, এই বিষয়ে সেতু রানী দাশ এর পিতা নবাবপুর থানায় একটি অভিযোগ করলেও এখন দোষীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, এই বিষয়ে পুলিশ বলে দোষীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।