ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিয়ে বের হবার সময় তিনি গ্রেপ্তার হন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, মতিঝিল থানার একটি মামলায় তার নামে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মতিঝিল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, দীর্ঘ আড়াই বছর ধরে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৭০টির বেশি মামলা রয়েছে। ছাত্রদল সাধারণ সম্পাদক হিসেবে এবারই প্রথম গ্রেপ্তার হলেন তিনি।