২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৫

কুমিল্লার নাসিরনগর দেবী সরস্বতী মায়ের প্রতিমা ভাঙচুর!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২০,
  • 1326 সংবাদটি পঠিক হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দেবী সরস্বতী মায়ের প্রতিমা ভাঙচুর! বুধবার ভোরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় ডিগ্রি কলেজে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে!

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কলেজের গণিত বিভাগের শিক্ষক সুরঞ্জিত দাস ও কম্পিউটার সাইন্সের নরেন্দ্র সূত্রধর প্রতিমা রাখার রুমে ঢুকে দেখতে পান প্রতিমার মাথা ভাঙ্গা। বিষয়টি সঙ্গে সঙ্গে কলেজের অধ্যক্ষকে জানালে কলেজ কর্তৃপক্ষ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা প্রতিমা সংরক্ষণ করে একটি আলাদা রুমে তালাবদ্ধ করে রাখেন।

সুরঞ্জিত দাস বলেন, শিক্ষার্থীরা বুধবার রাত ১১টা পর্যন্ত প্রতিমা সাজিয়ে রেখে চলে যায়। ভোররাতে পূজা-অর্চনার জন্য প্রস্তুতি নিতে এসে দেখতে পায় প্রতিমা ভাঙ্গা!

চাতলপাড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওমর আলী সমকালকে জানান, বিষয়টি নিয়ে আমরা খুবই মর্মাহত। খবর পাওয়ার পরপর আমরা সংশ্লিষ্ট সকলে অবহিত করেছি এবং দ্রুত সময়ের মধ্যে নতুন প্রতিমা এনে পূজার কাজ শুরু করা হয়েছে।
চাতলপাড় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার বলেন, পূজা শেষে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমরা সবাই এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে হিন্দু মহাযোট !

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »