শনিবার আত্রাই থানার ওসি মোবারক হোসেন এ কথা জানান।
আটকরা হলেন, রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৪৬), একই ইউনিয়নের পলাশ খান (২৫), পলাশ, (২৮) কামাল (৩২) ও বড়কালিকাপুর গ্রামের স্বপন ইসলাম (৩৭), রতন খন্দকার (৩৩)।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, বড়কালিকাপুর গ্রামের একটি সেচ প্রকল্প নিয়ে হিন্দুদের সঙ্গে আওয়ামী লীগ নেতা শহিদুলের বিরোধ চলছিল।
“এ নিয়ে শুক্রবার রাতে বড়কালিকাপুর কালী মন্দিরের পাশে একটি দু পক্ষের বৈঠক হয়। সেখানে তাদের হাতাহাতির ঘটনার পর তা পণ্ড হয়ে যায়।”
শনিবার ভোর ৫টার দিকে এলাকাবাসী মন্দিরের প্রতিমা ভাঙা দেখে থানায় খবর দেয়। প্রাথমিক তদন্ত শেষে সকালে আওয়ামী লীগ নেতাসহ ওই ছয়জনকে আটক করা হয় বলে জানান তিনি।