বাগেরহাটের চিতলমারীতে সংখ্যালগু পঙ্গু এক মুুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা চালিয়েছে ।
হামলাকারিরা হরবিলাস পোদ্দার এর স্থাপনা ভাংচুর বসতঘরে ঢুকে নগদ অর্থসহ মালামাল লুট ও বাড়ির নারী শিশু সহ চারজনকে পিটিয়ে আহত করেছে।
বিষটি উপজেলা নির্বাহী অফিসার মো:মারুফুল আলমকে জানানো হলে সরেজমিনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
৪ জুন ২০২০ রোজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে উপজেলার বাবুগঞ্জ বাজারে।
ভিকটিম ও এলাকা বাসির সুত্রে জানাজায়, স্থানীয় পঙ্গু মুক্তিযোদ্ধা হরবিলাস পোদ্দারের সাথে প্রতিবেশী মৃত নোয়াবালী শেখের ছেলে ইলিয়াস শেখের সাথে বিরোধপুর্ন একটি জায়গা নিয়ে গোলমাল চলে আসছিল।
এর জের ধরে মঙ্গলবার সকালে ওই জায়গা দখল করতে ইলিয়াস শেখ বহিরাগত লোকনিয়ে গড়াবেড়া ও টয়লেট স্থাপন করতে গেলে মুক্তিযোদ্ধা হরবিলাস পোদ্দারের পরিবারের লোকজন বাধা প্রদান করে।
এসময় ইলিয়াসের নেতৃত্বে ১০/১৫জনের একটি দল দা’ লাঠিসোটা, লোহার রড সহ বিভিন্ন অস্ত্রনিয়ে তাদের হামলা করে এবং বেধড়ক মারপিট করে। এতে ছেলে উজ্জ্বল পোদ্দার(২৮),স্ত্রী সবিতা পোদ্দার(৫৫), মেয়ে আখি স্বর্নকার (২৮) নাতী ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী রাহুল স্বর্নকার আহত হয়।
এসময় হামলা কারিরা নগদ টাকা স্বর্নালংকারও মালামাল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
বিষটি দ্রুত উপজেলা নির্বাহী অফিসার মো:মারুফুল আলমকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এব্যপারে স্থানীয় ঔষধ দোকানদার লিটন মন্ডল জানান অপরিচিতও বহিরাগত লোক দিয়ে ইলিয়াস সাথে থেকে এ হামলা চালায় যা আদৌ ঠিক হয়নি।