কতটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে এই ধরনের বর্বরোচিত ঘটনা ঘটাতে পারে…!!! গরু চোরকে দেখে ফেলায় এবং চুরিতে বাধা দেওয়ায় অরুণ সিংহের পরিবারের উপর হামলা এবং বাড়িতে ভাঙচুর ও লুটতরাজ!
এই দেশে চোর দুঃসাহসিক/ ক্ষমতাবান হতে পারে কিন্তু সংখ্যালঘুদের গিনিপিগ হয়ে বেঁচে থাকতে হয়!
গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোরদের হাতেনাতে ধরে আটক করে অরুন সিংহ এবং তাঁর ভাই রাজকুমার সিংহ। এই ঘটনা জেনে গরু চোরের পক্ষের লোকজন অরুন সিংহের বাড়িতে এসে প্রথমে তাদের দুই ভাইকে মারধর করে চলে যায়!
কিছুক্ষণ পর সেই চোরের পক্ষের লোকজন আরো সংঘবদ্ধ হয়ে পুনরায় অরুন সিংহের বাড়িতে হামলা চালায়, এবারের হামলায় শুধু অরুণ সিংহ নয়, টার্গেট করা হয় পরিবারের বাকি ৪ সদস্যকে!!!
সন্ত্রাসীদের হামলায় তারাও আহত হয়। পরবর্তীতে, বাড়ি বানানোর জন্য রড সিমেন্ট ক্রয় বাবদ ঘরে থাকা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা, স্বর্ণের বালা এবং আসবাবপত্র সহ বহু মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যায়!
ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুরের পঞ্জীবাড়ি মনিপুরী এলাকায় গতকাল দুপুরে। তীব্র নিন্দা, প্রতিবাদ আর ধিক্কার জানিয়ে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
হিন্দু তথা সংখ্যালঘুরা কি নিজেদের ঘরে গরুও পালন করতে পারবেনা??? এই চোরদের পিছনে কারা কলকাঠি নেড়ে এই হামলা আর লুটতরাজ চালিয়েছে আমরা জানতে চাই।হিন্দুমহাজোট ।