নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ডের হিন্দু যুবক দীপঙ্কর কুরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এলাকার আবুল কালাম আজাদের বাড়িতে কেয়ারটেকারের কাজ করত।ঘটনার দিন দিপঙ্করের পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে ছেলেটেটিকে বেদম মারধর করে একটি ঘরে আটকিয়ে রাখেন আবুল কালাম আজাদ।মারধরের এক পর্যায়ে ছেলেটি ২২ নভেম্বর বুধবার বিকেল ৪ঘটিকার সময় মৃত্যুর কোলে ঢোলে পড়ে।আবুল কালাম আজাদ এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলে কিছু বলতে পারছেনা এবং দীপঙ্করের মৃতদেহ যের দ্রুত দাহ করা হয় সেজন্য তার পরিবারকে চাপ দেওয়া হচ্ছে।
বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজিদুর রহমান এইবেলাডটকমকে বলেন, দীপঙ্করের মৃত্যূর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মামলা হয়েছে ইডি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর বোঝা যাবে। কিভাবে মারা গেছে।