একজন হতদরিদ্র অসহায় মানুষকে বেধড়ক মারার পরও যখন মারা যাচ্ছিলো না, ঠিক তখনি-ই পিকআপ দিয়ে ধাক্কা মেরে হত্যার চেষ্টা করে ভূমিদস্যুরা।
১১ জুন ঘটনাটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১১সিন্দুর ইউনিয়নের মজিদপুর গ্রামের।
এক অসহায় পরিবারের জমিজমা জরবদখল করে রেখেছে স্থানীয় কিছু ভূমিদস্যু। নিজের বাপ-ঠাকুরদার জমিটা ফেরত চাইতেই অসহায় সংখ্যালঘু পরিবারের উপর শুরু হয় ভয়ঙ্কর অত্যাচার।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, অসহায় এই ব্যক্তির কোন পুত্রসন্তান নেই। ৪টা মেয়ে রয়েছে উনার। ১১ জুনের সে ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু ভূমিদস্যুরা এখনো ক্ষান্ত হয়নি, প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে এ পরিবারটিকে। একেবারে পুরুষশূণ্য এই অসহাস পরিবারের প্রতিটা মানুষ (বিশেষ করে ৪টা মেয়ে মানুষ) রয়েছে চরম উৎকন্ঠায়!