১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১২:০৮
ব্রেকিং নিউজঃ
নগরীর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহ্ আমিনের প্রচারণায়য় মূখরিত আলিগলি । নৌকার প্রার্থীকে জয়ী করতে মহিলা শ্রমিক লীগের মতবিনিময় সভা আদিবাসী ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার “বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশের গর্ব ঋতুরাজ ভৌমিক হৃদ্য” রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সিনিয়র সহ সভাপতি হলেন দেশ সম্পাদক সুমন হালদার বিশ্বে নেতৃত্বের ভূমিকা নিতে যাচ্ছে ভারত : হর্ষ বর্ধন শ্রিংলা আজ ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস । কৃত্বিতে খ্যাতি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মুন্সী আব্দুল মাজেদঃ ঝুমন দাশের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন : এক হিন্দুকে বাদী করতে চেয়েছিলেন শাল্লার ওসি

স্বরূপকাঠীতে ইউপি সচিবদের দালালি বাণিজ্য, ভোগান্তিতে জনগণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০১৭,
  • 695 সংবাদটি পঠিক হয়েছে

স্বরূপকাঠী(পিরোজপুর) প্রতিনিধি:
হঠাৎ করেই ইউপি সদস্যদের উপড় অনাস্থা এনে জন্ম সনদের বিষয়ে এফিডেফিডের নিয়মে টইটম্বুর হচ্ছে ইউপি সচিবগণ, আর জনগণের ভোগান্তির যেন শেষ নেই। একশত টাকা খরচে যে জন্ম সনদ পাওয়া যেত তা এখন এক হাজার একশত টাকা তাও কন্টাকে। প্রযোজনীয় প্রচার ছাড়াই এমন নিয়ম করায় অর্থিক ও কার্য প্রণালীগত ভোগান্তিতে প্রতিনিয়ত পতিত হতে হচ্ছে গ্রামের সাধারণ জনগণের। সরেজমিনে, স্বরূপকাঠীর উপজেলার দশ ইউনিয়ন ঘুরে দেখা মেলে জন্মসনদ প্রার্থী অভিবাবকদের এমন হাহাকার এবং ইউপি সচিবদের কন্টাকের মাধ্যমে এফিডেফিডের নামে নোটারী পাবলিক করিয়ে দেওয়ার (দালালি) বাণিজ্য। ইউনিয়ন প্রতি রয়েছে এক এক উকিলের মার্কেট। স্বরূপকাঠীর ২নং সোহাগদল ইউনিয়ন পরিষদে টানানো জন্মসনদের চাহিদা পত্র থেকে জানা যায়, জন্মের ৪৫ দিন পার হলেই প্রতিটি জন্মসনদের জন্য ৫০ টাকা জরিমানা, ১০০টাকা নিবন্ধন ফি, ১০০টাকা সনদ ফি এবং মৌখিক ভাবে ইউপি সচিব মোঃ তরিকুল ইসলাম জানায়, তারা ৮০০টাকায় নোটারী পাবলীক করিয়ে মোট ১১০০টাকায় জন্মসনদ দিয়ে আসছেন। মাতা-পিতার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং টিকা কার্ড ও ১১০০টাকা হলেই জন্মসনদ দিয়ে থাকেন তিনি তবে, এক সপ্তাহ সময় দিতে হয় প্রার্থীকে। একই অবস্থা স্বরূপকাঠীর অন্যান্য ইউনিয়ন পরিষদেরও। এব্যাপারে ভুক্তভোগীদের অভিযোগ, সঠিক ভাবে বয়স নিবন্ধনের জন্যই যদি এফিডেফিডের দরকার হয় তাহলে কন্টাকের মাধ্যমে প্রার্থী ছাড়াই শুধু মাত্র টিকা কার্ডের মাধ্যমেই সত্যতা যাচাই করা হয় কেন? কি দরকার এই জন্ম সনদের? টিকা কার্ডই তো যথেষ্ট। অযথা আমাদেরকে দিনের পর দিন এই জন্মসনদের জন্য নিজ ইউনিয়ন পরিষদে ধন্যা দিতে হচ্ছে এবং সচিবের পকেট ভারী করতে হচ্ছে। বরিশালসহ অন্যান্য স্থানে স্টাম্পসহ ৫০০টাকায় নোটারী করা হয় কিন্তু এখানে ৮০০টাকা দিতে হয় না হলে একটি নোটারী করার জন্য পিরোজপুর যেতে হয়। এ ব্যাপারে স্বরূপকাঠী উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ এর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »