রুহি সিংহ। গায়িকা। মডেল। অভিনেত্রী। তাঁর আরেকটি পরিচয় হল বিজয় মাল্যর ছেলে সিদ্ধার্থ মাল্যর বান্ধবী। না, প্রেম-টেম রয়েছে কিনা, তা নিয়ে কোনও নিশ্চিত খবর নেই। তবে মাঝে মাঝেই তাঁরা ‘জুস’ ডেট-এ যান। সম্প্রতি রুহির কয়েকটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সুইমিং সুটে তাঁর ‘হট’ ছবিগুলি বেশ নজর কেড়েছে।