রংপুরে সাম্প্রদায়িক বর্বরতার শিকার ক্ষতিগ্রস্থ প্রত্যেক হিন্দু পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ অধ্যায়। বিশ্ব হিন্দু পরিষদ, বাংলাদেশ শাখার সভাপতি শ্রী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের নেতৃত্বে আর্থিক সহায়তায় দেয়া হয় ২৪শে নভেম্বর শুক্রবার। মোট ১৪ টা পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।বিশ্বহিন্দু পরিষদ বাংলাদেশ শাখার দপ্তর বিষয় সম্পাদক বিজন সানা, কার্যনির্বাহী সদস্য তড়িৎ চৌধুরী এবং হিন্দু যুব মহাজোটের প্রধান সমন্বয়কারী সন্তোষ মাহাতো তাছাড়া রংপুর হিন্দু মহাজোটের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পুলক বসাকও উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ।