ময়মানসিংহে ব্রহ্ম সমাজ এর জায়গায় দখল করে প্রথমে কলেজর নামে বোর্ড এখন বাড়ী উঠছে
হিন্দুদের ব্রহ্ম সমাজ এর জায়গায় এমন বাড়ী উঠছে কি করে?
২০১০ সালে ব্রহ্ম মন্দির রর্করেজ পৌরসভা হোল্ডিং এ ব্রহ্ম মন্দির ‘ল’ কলেজ কি করে হলো???
আবার এখন কারা এই বাড়ী নির্মাণ তৈরি করে চলেছেন??
ব্রাহ্মসমাজ বা ব্রাহ্মসভা ১৯ শতকে স্থাপিত এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন যা বাংলার পূনর্জাগরণের পুরোধা হিসেবে পরিচিত। কলকাতায় ২০ আগস্ট, ১৮২৮ সালে হিন্দুধর্ম সংস্কারক রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩) ও তার বন্ধুবর্গ মিলে এক সার্বজনীন উপাসনার মাধ্যমে ব্রাহ্মসমাজ শুরু করেন। তাদের উপাস্য ছিল “নিরাকার ব্রহ্ম”, তাই থেকেই নাম রাখেন ব্রাহ্ম।
রামমোহন রায়ের মৃত্যুর পর অনেকটা মৃতপ্রায় ব্রাহ্ম সমাজে দেবেন্দ্রনাথ নতুন জীবনের সূচনা করেন।
রামমোহনের ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী দ্বারকানাথ ঠাকুরের (১৭৯৪-১৮৪৬) পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭-১৯০৫) কাজটি হাতে নেন। তার নেতৃত্বে ব্রাহ্ম সমাজ আন্দোলনটি নতুন মাত্রা পায়। ঘৃনিত এই চক্রের সকলকে আইনের আওতায় আনার জন্য হিন্দু মহাজোট সহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানায় ।