২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৯:৪৯
ব্রেকিং নিউজঃ

বারী সিদ্দিকীকে চলচ্চিত্র উৎসর্গ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, নভেম্বর ২৫, ২০১৭,
  • 672 সংবাদটি পঠিক হয়েছে

প্রসূন রহমানের নির্মাণ চলতি চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’ উৎসর্গ করা হলো সদ্য প্রয়াত সংগীতশিল্পী বারী সিদ্দিকীকে। প্রসূন জানান, ২০১৬ সালের জানুয়ারি মাসে ছবিটির কাজ শুরু করেছিলেন বারী সিদ্দিকীর গান রেকর্ডিংয়ের মাধ্যমে।

‘একদিন আমারও ছিলরে ঘর’ শিরোনামের এই গানটি লিখেছেন নির্মাতা নিজেই। তাতে সুর ও সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ। নির্মাতা বলেন, ‘বারী ভাই গানটি যে কী দরদ দিয়ে গেয়েছেন, সেটি না শুনলে বোঝানো যাবে না।’
‘ঢাকা ড্রিম’ ছবিতে ‘আয়নাল ফকির’ নামের রহস্যময় এক অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এ ছাড়াও কয়েকজন প্রান্তিক মানুষের চরিত্রে অভিনয় করছেন নওশাবা, মুনিরা মিঠু, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, শাহাদাত হোসেন, ফজলুল হক, জয়নাল জ্যাক, মনোজ প্রামাণিক, সেরা জামানসহ অনেকেই।
বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, অশোক ব্যাপারী, জয়িতা মহলানবিশ, কাজী শিলা, শারমিন আঁখি স্পর্শা, জামাল রাজাসহ অনেকে।
‘ঢাকা ড্রিম’ ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন কুমার বিশ্বজিৎ। বারী সিদ্দিকী ছাড়া এই ছবির গানে আরও কণ্ঠ দিয়েছেন মমতাজ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »